Colou illusion
9:59 AM | Author: yasmin
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই একই দৃশ্য কিছুটা রঙিন কিছুটা সাদাকালো। অনেকদিন যেতে যেতে বড়বড় সাইনবোর্ডগুলোর দিকে তাকিয়ে দেখতাম একটা ছবির কিছু অংশ সাদাকালো আবার কিছু অংশ রঙিন কি করে সম্ভব। অবাক চোখে আমি ভাবতাম কি করে একটা সাদাকালো মুখের হাসিটা রঙিন হয়ে গেল। আমার সেই অজানা বিষয়টি আজ সবার মাঝে জানাতেই আমার আজকের টিউটোরিয়াল।

আসল ছবি



পরিবর্তিত ইমেজ



প্রথমে আপনার পছন্দমত একটি ইমেজ নিন। আমি এখানে Bird.jpeg নামের এই ইমেজটি নিয়েছি।



প্রথমে ইমেজটি ওপেন করুন। এবার Ctrl+D চেপে আরেকটি ডুপ্লিকেট ইমেজ তৈরী করে নিন। এরপর ডুপ্লিকেট ইমেজটিকে সাদা-কালোয় পরিবর্তন করে নিন। এজন্য Image- Mode-Grayscale সিলেক্ট করুন।

এবার আমরা আবার RGB ইমেজ এ ফিরে আসবো। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর আর একটি লেয়ার নিন। নতুন লেয়ারটির ইচ্ছে করলে একটা নাম দিতে পারেন । আলাদা আলাদা লেয়ারের নাম দিয়ে কাজ করার সুবিধা হলো কোন জটিল ইমেজ যেমন:ম্যাগাজিনের কভার পেজ, ওয়েব পেজ ডিজাইনিং ইত্যাদীর ক্ষেত্রে যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয় তখন এডিটিং এর জন্য সুবিধা হয়। ট্রান্সপারেন্ট বক্সে টিক দিন। OK করুন।

নিশ্চিত হউন আসল ইমেজ ড্রপ ডাউন বক্সে সিলেক্ট করা আছে।নতুন লেয়ারে ক্লিক করুন এবং Grayscale এ রূপান্তরিত ইমেজটিকে কপি করে নতুন এই লেয়ারে পেস্ট করু্ন। Grayscale ইমেজটিকে কপি করতে করতে Ctrl+A-Ctrl+C কমান্ডটি প্রয়োগ করুন। এবং নতুন লেয়ারে পেস্ট করতে Ctrl+V কমান্ডটি প্রয়োগ করতে পারেন।অথবা আপনি এডিট মেন্যু থেকেও কপি+পেস্ট করতে পারেন।

নতুন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় Anchor point সিলেক্ট করুন। এজন্য লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করলে Anchor Point অপশন আসবে।



এবার নতুন লেয়ারটিতে Mask Add করুন। এজন্য Layer-Mask-Add layer mask অপশনটি সিলেক্ট করু্ন।


এবার নিশ্চিত হউন কালার প্লেটে ফোরগ্রাউন্ড কালার কালো এবং ব্যাকগ্রাউন্ড কালার সাদা সিলেক্ট করা আছে। না থাকলে কালার পরিবর্তন করে নিন। এবার ব্রাশ টুল সিলেক্ট করুন এবং ছবির যে যে অংশে আপনি কালার করতে চান সেসব অংশে আস্তে আস্তে মাউস ঘুরাতে থাকুন।



আপনার কাঙ্খিত ইমেজটি পেতে আপনার ইচ্ছে মত জায়গায় মাউস ঘুরিয়ে ছবিটিকে তৈরী করে নিন। মনে রাখবেন গ্রাফিক্সের সবচেয়ে মজার দিক হলো এখানে ভুল করলেও অনেক নতুন কিছু তৈরী হয়ে যায়।যা আপনার ভাবনাকেও অনেক সময় ছাড়িয়ে যাবে। তাই ভয় না পেয়ে মনের সুখে ঘাঁটাঘাটি করতে থাকুন। দেখবেন একসময় অসাধারণ সব ছবি আপনিও তৈরী করতে পারবেন, সবাইকে অবাক করে দিয়ে, এমনকি নিজেকেও।

একই পদ্ধতি ব্যবহার করে নিচের ছবিগুলো করা হয়েছে-


This entry was posted on 9:59 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On January 3, 2010 at 6:05 AM , Ononto Digonto said...

nice post .....

 
On February 21, 2010 at 1:41 AM , yasmin said...

Thanksssssssssss :)